Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ৮:০৮ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজয় দাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর কল্যাণপুরে বেসরকারি ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত অজয় দাস চাঁদপুরের মতলব থানার সুজাতপুর গ্রামের গৌতম দাসের ছেলে। তার বাবা আশুলিয়ার বাইপাইল এলাকার আরতদার। তিনি পরিবারের সঙ্গে বাইপাইলের একটি ভাড়া বাসায় থাকতেন।

নিহতের মরদেহ অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি চাঁদপুরে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের বাবা গৌতম দাস জানান, তার ছেলে জ্বরে আক্রান্ত হলে গত ২০ আগস্ট সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য ২১ আগস্ট তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার (২৩ আগস্ট) কল্যাণপুর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অজয়ের শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে নিবীড় পরির্চযা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ