Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় ক্যান্সার আক্রান্ত স্কুল ছাত্রী সাদিয়া বাঁচতে চায়

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ১:৫২ পিএম

নুসরাত জাহান সাদিয়ার বয়স মাত্র ১০ বছর। মেধাবী এই শিক্ষার্থী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। সে ঢাকার মহাখালীর ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মজিবুর রহমান খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সে ছাগলনাইয়া উপজেলার উত্তর আধারমানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ও উত্তর আধারমানিক গ্রামের আহাম্মদের রহমানের বাড়ীর কৃষক মজিবুল হকের কন্যা। গত ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় আগারগাঁও বাংলাদেশ ইন্সটিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে প্রথমে তার ডান চোখে এবং গত ২০১৯ সালের এপ্রিল মাসে তার বাম চোখের টিউমার অপারেশন করার পর পরীক্ষা নিরিক্ষার এক পর্যায়ে তার সারকোমা ক্যান্সার ধরা পড়ে। এরপর শুরু হয় সাদিয়ার কেমো থেরাপি। ২১ দিন পর পর তাকে কেমো থেরাপী দিতে হয়। প্রতিটা কেমোতে ৪০ হাজার টাকা লাগে। ৬ টা কেমো দেওয়া হয়েছে। আরো ১১টা লাগবে। সব মিলিয়ে প্রায় ৭-৮ লক্ষ টাকা লাগবে। তার পিতা দরিদ্র কৃষক সহায় সম্ভল বিক্রি করে তার চিকিৎসা করানোর পর বর্তমানে সে নিঃস্ব হয়ে পড়েছে। তার দরিদ্র পিতার পক্ষে ব্যয়বহুল চিকিৎসা খরচ বহণ করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে তার মেয়ের চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা সঞ্চয়ী হিসাব নং ০০১২১০০০২১৪৭৬ সাউথইষ্ট ব্যাংক, ছাগলনাইয়া শাখা, ফেনী। বিকাশ নাম্বার ০১৮১৭৩৫৫৪৮৯।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যান্সার

৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ