পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নিতে চীনের কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি আগামী মাসে ইসলামাবাদ সফর করতে পারেন। সূত্র জানায়, ইয়ি ৬ সেপ্টেম্বর ইসলামাবাদ আসবেন। চীনের বিশিষ্টজনরা পাকিস্তানের প্রতিরক্ষা দিবস উদযাপনে অংশ নিতে পারেন। আগামী অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নয়া দিল্লি সফরের কথা রয়েছে। তার আগে পররাষ্ট্রমন্ত্রী ইয়ি’র সফর বেইজিং-ইসলামাবাদ সম্পর্ককে আরো বেগবান করবে। সূত্র জানায়, কাউন্সিলর ইয়ি প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করবেন। তারা চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর আরো স¤প্রসারণের সুযোগ নিয়ে আলোচনার পাশাপাশি আফগানিস্তানের শেষ খেলা এবং বিশেষ করে ভারত অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপনের পেছনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে চীন। রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও কাশ্মীর ইস্যুটি সমর্থন করে। সূত্র আরো জানায় যে, ২৬ সেপ্টেম্বর চীন থেকে উচ্চ পর্যায়ের একটি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান আসছে। তখন দুই পক্ষ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবে। সূত্র : এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।