Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু

কক্সবাজার জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

কক্সবাজারের পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী বেলি আক্তার রুছি গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় পুকুরে গোসল করতে নেমে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে সদর ইউনিয়নের শেখের কিল্লা ঘোনা এলাকার মকসুদ আহমদের মেয়ে।
পিতা মকসুদ আহমদ বলেন, আমার খুব আদরের মেয়ে ছিল বেলি আকতার রুছি। তিনি জানান, প্রতিদিন মেয়েকে কলেজে আমি দিয়েও আসি আর নিয়েও আসি। সে সকালে কোচিং করতে চৌমুহনী যায়। কলেজে যাবেনা একথা বললে আমি বাড়িতে চলে যাই। তার মা মেয়ের জন্য একটি ওড়না কিনতে পেকুয়া বাজারে যায়। সবার অগোচরে মেয়ে পুকুরে গোসল করতে নামে। গোসল করতে নামল আর মৃত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করলো। পানিও কম ছিল তারপরও জানিনা কেন এমন হল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ