Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে নূরি জান্নাত মিতু (২৬) নামে এক কলেজছাত্রীর মৃত্যু  হয়েছে। গতকাল বুধবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। মিতু মিরপুর বাংলা কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।  
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, খিলক্ষেত রেলক্রসিং এলাকায় ভোর ৬টার দিকে জামালপুরের কমিউনিটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ছাত্রীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ফোনে কথা বলতে বলতে সে ট্রেনের নিচে কাটা পড়ে। আত্মীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই ছাত্রীর স্বামীর নাম জাহাঙ্গীর আলম। পাবনার ফরিদপুরে পাঁচগাঙ্গগুলি গ্রামে তাদের বাড়ি। বর্তমানে তারা খিলক্ষেতের মধ্যপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ