প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পরপর দুই ঈদ হাসপাতালে কাটালেন প্রবীণ অভিনেতা এ টি এম শামসুজ্জামান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে কেমন আছেন এই গুণী অভিনেতা? এমন প্রশ্নের জবাবে তার মেজো মেয়ে কোয়েল জানান, বাবা এখন অনেক ভালো আছেন। ঈদুল আযহার আগে একটা অপারেশন হয়েছিলো, সেটা সফল হয়েছে। ঈদের আগের দিন আইসিইউ থেকে কেবিনে দেয়া হয়। এখন এখানেই আছেন। কোয়েল বলেন, বই পড়া বাবার চিরকালের অভ্যাস। বই ছাড়া থাকতে পারেন না। হাসপাতালেও অনেক বই পড়ছেন। যখন যে বই পড়তে চান, আম্মা বাসা থেকে এনে দেন। বাবাকে যারা দেখতে আসছেন অনেকেই বই নিয়ে আসেন। সেগুলোও পড়ছেন। স¤প্রতি বুলবুল আহমেদ চাচার স্ত্রী ডেইজি আহমেদ চাচি অনেকগুলো বই উপহার দিয়েছেন। রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার এসেছিলেন। তারাও বই উপহার দিয়েছেন বাবাকে। কোয়েল বলেন, বাবা এখন কোরআন-হাদিসের বই বেশি পড়েন। এছাড়া রবীন্দ্রনাথ, নজরুলসহ বিভিন্ন ধরণের সাহিত্যের বই পড়েন। বিক্রম শেঠ’র বই পড়েন। বিশেষ করে বিক্রম শেঠ’র সৎপাত্র বাবার অনেক পছন্দের বই। আমিও মাঝে মধ্যে বই নিয়ে যাই বাবার জন্য। সবাই বাবার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ্য থাকেন ভালো থাকেন। উল্লেখ্য, গত ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভিনেতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেয়া হয়েছে। নিয়মিত এটিএম শামসুজ্জামানের খোঁজ খবরও রাখেন প্রধানমন্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।