Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুস্থ্য হয়ে উঠছেন এ টি এম শামসুজ্জামান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ১২:০৫ এএম | আপডেট : ১২:১০ এএম, ১৩ মে, ২০১৯

সুস্থ্য হয়ে উঠছেন গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামান। গত ১১ মে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে। এখন তিনি রয়েছেন আইসিইউতে। এ টি এম শামসুজ্জামানের মেয়ে কোয়েল জানান, বাবা এখন আগের চেয়ে বেশ ভালো আছেন। ধীরে ধরে সুস্থ হয়ে উঠছেন। ডা. সামন্ত লাল স্যার নিয়মিত তার খোঁজ-খবর রাখছেন। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে পুরনো ঢাকার আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এটিএম শামসুজ্জামান। ৩০ এপ্রিল বিকেল তিনটার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। ৩ মে দুপুরে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে সেসময় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল। দুদিন পর অবস্থার অবনতি হলে আবারও ৬ মে তাকে আবারও লাইফ সাপোর্ট দেয়া হয়। এরপর পাঁচদিন লাইফ সাপোর্টে ছিলেন দেশের খ্যাতিমান এই অভিনেতা। এদিকে গতকাল রাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ টি এম শামসুজ্জামানের মৃত্যুর গুজব ছড়ানো হয়। অনেকেই এতে বিভ্রান্ত হন। অন্যদিকে বারবার এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়ানোর কারণে তার পরিবারের সদস্যরা হতাশ, ক্ষুব্ধ এবং বিরক্ত। নিশ্চিত না হয়ে এ ধরণের অপপ্রচার চালানো থেকে বিরত থাকার আহবান করেছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ