Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে ২০০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ৩:২০ পিএম | আপডেট : ৪:২৩ পিএম, ২২ আগস্ট, ২০১৯

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়ান্দা (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এবং এলেঙ্গা বিরতিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনÑ কালিহাতী উপজেলার দক্ষিন বেতডোবা গ্রামের মৃত জিন্নত বেপারীর ছেলে বিল্লাহ হোসেন (৩০) এবং ঘাটাইল উপজেলার পুকুরিয়া বৈলতৈল গ্রামের মৃত খন্দকার গোলাম সারোয়ারের ছেলে খন্দকার হাসান সারোয়ার মিলন (৪৪)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৬ লাখ টাকা। গ্রেফতাররা কালিহাতী থানাসহ এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ