মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ পোষণ করেছেন মাইক্রোসফটের মালিক বিল গেটস। খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে পোলিও নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেয়ায় ইমরান খানকে ধন্যবাদ জানিয়ে পাঠানো এক চিঠিতে এ আগ্রহের কথা নিজেই জানিয়েছেন বিশ্বসেরা ধনকুবের গেটস। এদিকে, গতকাল বুধবার ইমরান খান পাকিস্তানে পোলিওর সা¤প্রতিক বৃদ্ধি নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারী কর্মকর্তাদের সচেতনতা বাড়াতে এবং টিকাদান অভিযান পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন যাতে এই রোগের প্রতিরোধ করা যায়।
পোলিও নিয়ন্ত্রণে পাকিস্তান সরকারের নেয়া উদ্যোগের ভ‚য়সী প্রশংসা করে বিল গেটস বলেন, পোলিও দূর করতে হলে আগে পিতা-মাতার মন থেকে সবধরণের সংশয় দূর করতে হবে। পোলিও নিয়ন্ত্রণে পাকিস্তান সরকারের নেয়া আইপিআই প্রোগ্রামকে আরও কার্যকরী করার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যখাতে পাকিস্তান সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে আগামী সেপ্টেম্বেরে জাতিসংঘ অধিবেশনের সময় ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন বিল গেটস।
বিশ্ব স্বাস্থ সংস্থার (ডাব্লিউএইচও) মতে, বিশ্বে পোলিও রোগের প্রকোপ সবচেয়ে বেশি আফগানিস্তান, নাইজেরিয়া ও পাকিস্তানে। পোলিও নিয়ন্ত্রণে ডাব্লিউএইচও এবং বিল গেটস পাকিস্তানকে আর্থিক সহায়তা করে আসছেন। সূত্র : জিও নিউজ ও ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।