নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : শেষ ম্যাচেও গাজী গ্রæপের হয়ে লড়েছেন সামছুর রহমান শুভ। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ধারাবাহিক ব্যাটিংয়ে প্রথম পর্বে রান সংগ্রহে সবাইকে গেছেন টপকে এই ওপেনার (৫৫৮ রান)। তবে তাকে পিছু নেয়া ভিক্টোরিয়ার আবদুল মজিদ আলোচনায় এসেছেন শেষ ২ ম্যাচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে। ভিক্টোরিয়ার এই ওপেনার প্রথম পর্ব শেষ করেছেন ৫৩৮ রানে। সামছুর রহমান শুভ’র চেয়ে ২০ রান পেছনে থেকে সুপার লীগে তার লক্ষ্য রান সংগ্রহে সবাইকে টপকে যাওয়া। তার প্রতিদ্ব›দ্বী প্রাইম দোলেশ্বরের ওপেনার ইমতিয়াজ তান্না তার চেয়ে পিছিয়ে ১২ রানে ( ৫২৬)। ৫’শর ঘরে আছে আসরের বিস্ময় পারফর্মার ভিক্টোরিয়া টপ অর্ডার আল আমিন জুনিয়র ( ৫০২)। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে শীর্ষ ১০ এ আছেন মাহামুদুল্লাহ ( ৫ম স্থানে), তার সংগ্রহ ৪৯৭ রান। প্রিমিয়ার ডিভিশনের এই আসরে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজারী ক্লাবের সদস্যপদ পাওয়া তামীম প্রথম পর্ব শেষে আছেন সেরা ৭ এ। তার সংগ্রহ ৪৮১ রান।
এদিকে প্রথম পর্ব শেষে উইকেট সংগ্রহের শীর্ষে আছেন ভিক্টোরিয়ার বাঁ হাতি স্পিনার চাতুরঙ্গা সিলভা (২৩ উইকেট)। তাকে ভালই চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন মাশরাফি, তবে নড়াইল এক্সপ্রেসকে থামতে হলো ২২ উইকেটে। চাতুরঙ্গাকে সুপার লীগে ভালই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন তারই টীমমেট পেস বোলার কামরুল ইসলাম রাব্বী (২২ উইকেট)। বাংলাদেশ জাতীয় দলের বোলারদের মধ্যে সেরা ১০ এ মাশরাফি ছাড়াও আছেন পেস বোলার তাসকিন (১৭ উইকেট) এবং আল আমিন (১৬ উইকেট)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।