Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোবিপ্রবিতে অফিসার্স অ্যাসোসিয়েশনের শোক দিবসের কর্মসূচি পালন

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল (মঙ্গলবার) নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন দোয়া, র‌্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ ও সংক্ষিপ্ত সভার আয়োজন করে।

অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মো. মোখলেস-উজ-জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিচালক হিসাব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় এতে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ শেষে সেখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. মো. দিদার-উল-আলম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও আইআইএস এর পরিচালক ড. আবদ্ল্লুাহ-আল মামুন। এছাড়া বর্তমান কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ নার্গিস আক্তার হেলালী, প্রচার ও দপ্তর সম্পাদক ইফতেখার হোসাইন (রাজু), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব মাহমুদুর রহমান, মহিলা সম্পাদিকা জিনাত আরা চৌধুরী, সদস্য ইবনে ওয়াজিদ ইসলাম ইমন উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, দপ্তর, অফিস, ও শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোবিপ্রবি

৮ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ