Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএল স্বত্ব সাইফ পাওয়ারটেকের

প্রকাশের সময় : ১০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিলো, ঘরোয়া ফুটবলের মর্যদাপূর্ন আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্বত্ব কিনছে দেশের প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। এ জন্য তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে লিখিতি প্রস্তাবও করেছিলো। অবশেষে সাইফ পাওয়ারটেকের প্রস্তাব অনুমোদন পেয়েছে বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায়। যে কারণে প্রিমিয়ার লিগের স্বত্ব পেতে আর কোন বাঁধা রইলো না এই শিল্প প্রতিষ্ঠানের। গতকাল বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভায় সাইফ পাওয়ারটেকের প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী পাঁচ বছরের জন্য বিপিএলের স্বত্ব সাইফ পাওয়ারটেককে ২০ কোটি টাকায় দেয়া হয়েছে। এ সংক্রান্ত একটি চুক্তি আগামীকাল স্বাক্ষর হবে দু’পক্ষের মধ্যে। চুক্তি অনুযায়ী বিপিএলের জন্য পাঁচবছর মেয়াদের প্রতি বছর চার কোটি টাকা করে বাফুফেকে দেবে সাইফ পাওয়ারটেক। এই সময়ে লিগের অল ব্র্যান্ডিং নিজেদের দখলে নিলেও টিকিট ও অন্যান্য বাবদ বাফুফে এবং ক্লাবগুলোকে শতকরা ২৫ ভাগ দেবে তারা। এছাড়া বাফুফে সভার সিদ্ধান্ত অনুযায়ী বিপিএলের খেলা এবার রাজধানীসহ দেশব্যাপী ছড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। যার ফলে আসন্ন প্রিমিয়ার লীগে ছয়টি ভেন্যুতে ১২টি দলকে খেলানো হবে। যদিও প্রাথমিক তালিকায় সাতটি ভেন্যুর নাম রাখা হয়েছে। ভেন্যুগুলো হলো- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, রাজশাহী স্টেডিয়াম, ময়মনসিংহ স্টেডিয়াম, বরিশাল স্টেডিয়াম ও গোপালগঞ্জ স্টেডিয়াম। ঢাকার বাইরে ১১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ভেন্যুগুলো পাবে ২২টি করে ম্যাচ। প্রতি ভেন্যুতে টানা সাত দিন খেলা হবে। যে দলের খেলা শেষ হবে তারা অন্য ভেন্যুতে চলে যাবে। এতে করে প্রত্যেকটি দল পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল স্বত্ব সাইফ পাওয়ারটেকের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ