Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইংলিশ চ্যানেলে রুশ সাবমেরিনকে বাধা ব্রিটিশ রণতরীর

প্রকাশের সময় : ১০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার একটি সাবমেরিনকে ইংলিশ চ্যানেলের কাছে বাধা দিয়েছে ব্রিটেনের নৌবাহিনী। সাবমেরিনটি ব্রিটেনের দিকে অগ্রসর হচ্ছিল বলে খবরে বলা হয়। উত্তর সাগরের ওই এলাকায় এই প্রথম রাশিয়ার কোনো সাবমেরিনকে দেখা গেল। এলাকাটি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী নিয়ন্ত্রণ করে থাকে। ব্রিটিশ গণমাধ্যম বলছে, রাশিয়ার ‘দ্যা স্টারি ওসকোল’ সাবমেরিনটিকে ব্রিটেনের এইচএমএস কেন্ট ফ্রিগেট এসকর্ট দিয়ে ইংলিশ চ্যানেল পার করে দেয়। এইচএমএস কেন্ট ফ্রিগেটের কমান্ডার ড্যানিয়েল থমাস বলেছেন, ন্যাটো জোটের সম্মিলিত চেষ্টায় রুশ সাবমেরিনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। গত মাসে ব্রিটিশ যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি ফ্রিগেটকে বাধা দিয়েছিল। সম্প্রতি রাশিয়ার সীমান্তে ন্যাটো সেনা মোতায়েন নিয়ে মস্কোর সঙ্গে সামরিক এ জোটের উত্তেজনা তুঙ্গে উঠেছে। উত্তেজনা বৃদ্ধির জন্য ন্যাটো ও রাশিয়া একে অপরকে দোষারোপ করছে। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংলিশ চ্যানেলে রুশ সাবমেরিনকে বাধা ব্রিটিশ রণতরীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ