মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পবিত্র রমজান মাসে ইসরাইলে প্রবেশের জন্য যে ৮৩ হাজার ফিলিস্তিনিকে অনুমতি দেয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানিয়েছে তেলআবিব কর্তৃপক্ষ। গোলাগুলির এক ঘটনায় ৪ জন নিহতের পর গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সিওজিএটি এক বিবৃতিতে জানায়। এতে বলা হয়, সবাইকে রমজান মাসের জন্য ইসরাইলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল, বিশেষত যারা জুদেয়া ও সামারিয়া থেকে পরিবারসহ ইসরাইলে আসতে চান তাদের অনুমোদন স্থগিত করা হলো। সিওজিএটি দখলকৃত পশ্চিম তীরের বেসামরিক সংক্রান্ত বিষয়গুলোর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। সিওজিএটি জানায়, ৮৩ হাজার ফিলিস্তিনির ইসরাইলে প্রবেশাধিকারের অনুমোদন স্থগিত করা হয়েছে। গাজার যে ২০০ বাসিন্দাকে রমজান মাস উপলক্ষে ইসরাইলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল তাও স্থগিত করা হয়েছে। গালফ নিউজ, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।