Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ৪:১২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় বৈশাখী টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি, শহীদ নুর আলী কলজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মন্টু এবং দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মানিক ঘোষ গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে রফিকুল ইসলামের অবস্থা গুরুতর। শনিবার দুপুরের দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের ঈশ্বরবা নামক স্থানে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তারা আহত হন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক মানিক ঘোষ জানান, তারা দুইজন কোটচাঁদপুর থেকে কাজ শেষে কালীগঞ্জ ফিরছিলেন।

পথিমধ্যে ঈশ্বরবা নামকস্থানে রাস্তায় কাদা ও গর্ত থাকায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অরুন কুমার জানান, আহত সাংবাদিক রফিকুল ইসলামের হাত, পা এবং বুকে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তিনি আশংকামুক্ত। কালীগঞ্জের দুই সাংবাদিক আহত হবার খবর শুনে হাসপাতালে ছুটে আসনে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ