নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নির্ধারিত সময় থাকল ১-১ সমতা। ম্যচ গড়াল অতিরিক্ত সময়ে। সেখানে ব্যবধান বাড়লেও ড্রয়ের বৃত্তে বন্দী থাকলো ম্যাচের ভাগ্য। জয়-পরাজয় নির্ধারিত হলো টাইব্রেকারে। যেখানে চেলসিকে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতে নিয়েছে লিভারপুল। তাতে ইয়ুর্গেন ক্লপের দলটির জয় ৫-৪ গোলের।
গতপরশু রাতে তুরস্কের ইস্তানবুলে অলিভিয়ের জিরুদের প্রথমার্ধের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান সাদিও মানে। অতিরিক্ত সময়েও একটি করে গোল করে দুই দলই। ৯৫তম মিনিটে লিভারপুলকে এবার এগিয়ে নেন মানে। ছয় মিনিট পরই স্পট কিক থেকে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলকে স্বস্তির সমতা এনে জর্জিনিয়ো। ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্যপরীক্ষায়। যেখানে পাঁচটি শটেই গোল পায় লিভারপুল। চেলসির হয়ে আব্রাহামের নেওয়া শেষ শটটি ফিরিয়ে নায়ক বনে যান নিয়মিত গোলরক্ষক আলিসনের পরিবর্তে সুযোগ পাওয়া আদ্রিয়ান। আর তাতেই জয়ের উচ্ছ¡াসে ভাসে লিভারপুল।
মাত্র দশ দিন আগেই লিভারপুলের ডেরায় নাম লিখিয়েছেন আদ্রিয়ান। মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে তার ‘অবিশ্বাস্য পারফরম্যান্স’ মুগ্ধ করেছে কোচ ইয়ুর্গেন ক্লপকে। ভোদাফোন পার্কে ট্রফি উৎসব শেষে ক্লপ প্রশংসা করেছেন আদ্রিয়ানের ব্যক্তিত্বের, ‘সে অবিশ্বাস্য খেলেছে, তার সেভগুলো ছিল রোমাঞ্চকর। দুই গোলরক্ষকই অসাধারণ ছিল, কিন্তু সম্ভবত একটু বেশি বিস্ময়কর ছিল আদ্রিয়ান। কারণ তেমন কোনও প্রস্তুতি ছিল না তার। আমি জানি না ওয়েস্ট হ্যামের হয়ে শেষ ম্যাচ কবে খেলেছে সে। আজ রাতে যেভাবে সে প্রস্তুত ছিল, তা অবিশ্বাস্য। শুধু মাঠেই দারুণ একজন মানুষ সে নয়, ড্রেসিংরুমেও সে আমাকে তার অসাধারণ ব্যক্তিত্ব দেখিয়েছে।’
শুধু পেনাল্টি শুট আউটে নয়, ১২০ মিনিটেও অসাধারণ আদ্রিয়ানকে দেখেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন কোচ, ‘অবশ্যই পেনাল্টি শুট আউটে সৌভাগ্যর ছোঁয়া থাকতে হয়, কিন্তু ১২০ মিনিট ধরে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। আর পেনাল্টিতে তার সেভটা ছিল আকর্ষণীয় ও চমৎকার। সে জানে কী করতে চায় এবং দ্রুত সে বুঝতে পারে। সে আজ রাতে যা করলো, সেটার জন্য গর্ব করতে পারে।’
প্রতি বছর নতুন মৌসুমের শুরুতে আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী ও ইউরোপা লিগের চ্যাম্পিয়নের মধ্যে লড়াইটি হয়ে থাকে। এ নিয়ে অষ্টমবারের মতো একই দেশের দুটি ক্লাব খেলল উয়েফা সুপার কাপে। তবে এবারই প্রথম মুখোমুখি হলো দুটি ইংলিশ ক্লাব। চতুর্থ সুপার কাপ জিতল লিভারপুল। বার্সেলোনা ও এসি মিলান এই শিরোপা সর্বোচ্চ পাঁচটি করে জিতেছে। আর চেলসি আসরটির তৃতীয়বার রানার্সআপ হলো। যেখানে বার্সা ও সেভিয়া চারবার করে রানার্সআপ হয়েছিল। ম্যাচে ইতিহাস হয়েছে আরেকটি। প্রথম নারী রেফারি হিসেবে উয়েফা আয়োজিত ছেলেদের বড় কোনো প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করেন ফ্রান্সের স্তেফানি ফ্রাপা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।