Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের ব্যাপক অভিযান

সাবেক প্রতিমন্ত্রীর বাড়ি ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদের বাড়ি ভাঙার বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক আলোচিত হয়ে উঠেছে। দেখা দিয়েছে সর্বত্র ক্ষোভ। পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

এবিষয়ে থানায় অভিযোগ দেন ওই বাড়ির ভাড়াটিয়া মডার্ন এক্সরে ক্লিনিকের পরিচালক মো. জসিম উদ্দিন আহমেদ। এছাড়া হারুণ আল রশিদের চাচাতো ভাই শামীম রশিদ বাদী হয়ে থানায় আলাদা আরেকটি অভিযোগ দেন। এতে ঘটনায় জড়িত হিসেবে প্রস্তাবিত ডা. জাকারিয়া মা ও শিশু জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মো. জাকারিয়া, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলার দারিয়াপুর এলাকার মিজান ওরফে জামাই মিজান, আবু কাউসার, শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মনির হোসেন ও পৈরতলা এলাকার মিজান মিয়ার নাম উলেখ করা হয়।

তারা হারুন আল রশিদের বাড়ির পশ্চিম পাশে একটি জায়গা কিনে সেখানে হাসপাতাল করার উদ্যোগ নেন। সেই হাসপাতালে যাওয়ার রাস্তা প্রশস্ত করতে তারা ওই বাড়ির সীমানা প্রাচীর ও বাড়ির ভেতরের স্থাপনা গুড়িয়ে দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্লিনিক মালিকপক্ষ মামলা দায়ের করেছেন। বিএনপির সাবেক প্রতিমন্ত্রীর পক্ষে চাচাতো ভাই একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলার সঙ্গে সম্পৃক্ত করেই পুলিশ কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ