Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপাতত বিদায় ক্রুইফের!

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে শেষে আপাতত বিদায় নিতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে। আজ ভোরেই নেদারল্যান্ডস চলে যাচ্ছেন তিনি। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে তাজিকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে অ্যান্ড হোম ম্যাচকে সামনে রেখে এবার স্বল্প সময়ের জন্য ক্রুইফকে ঢাকায় এনেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে তার উপর আস্থা রাখলেও বাফুফে খুশি করতে পারেননি কোচ ক্রুইফ। তার অধীনেই শক্তিশালী তাজিকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ০-৫ গোলে হেরেছে বাংলাদেশ। অবশ্য হোম ম্যাচে ন্যূনতম (০-১) ব্যবধানে হারেন মামুনুলরা। এবার ক্রুইফকে এক মাসেরও কম সময়ের জন্য নিয়োগ দিলেও এই দু’ম্যাচে জাতীয় দলের উন্নতি দেখছে বাফুফে। তাই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফের দ্বিতীয়ধাপে ফের ডাচ কোচকেই রাখার আশ্বাস দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে এবার দীর্ঘ মেয়াদের জন্য। শুধু ক্রুইফই নয়, তার সঙ্গে যোগ হতে পারে কোচিং স্টাফও। এ প্রসঙ্গে গতকাল বাফুফের সহ-সভাপতি এবং জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়াল বলেন, ‘তাজিকিস্তানের বিপক্ষে হোম ম্যাচে হারলেও আমাদের দল অনেক ভাল খেলেছে। অনেক উন্নতি চোখে পড়েছে। আজ (গতকাল) ক্রুইফের সঙ্গে বাফুফের চুক্তি শেষ হলো। তাই বিকালে ডাচ কোচ সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করে কথা বলেছেন। সভাপতি ক্রুইফকে বলেছেন, ‘আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই এগিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা করছি। যা বাস্তবায়ন করতে তোমাকে (ক্রুইফ) দরকার পড়বে। এক্ষেত্রে হয়তো তোমার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তি করতে হবে।’
এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে তাজিকিস্তানের পর এবার ভুটান মিশন বাংলাদেশের। ভুটানের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচে জিততে পারলেই কেবল আন্তর্জাতিক ম্যাচ মিলবে বাংলাদেশের। অন্যথায় ২০১৯ সাল পর্যন্ত কোন আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে না লাল সবুজরা। তাই এবার বড়সড় কোচিং স্টাফের কথাই জানালেন তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘১৫ জুলাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে। এর আগেই জাতীয় দলের জন্য নতুন কোচিং স্টাফ নিয়োগ দেয়া হবে। যেখানে ক্রুইফ অগ্রাধীকার পাবেন।’
অন্যদিকে ডাচ কোচ ডি ক্রুইফ ফের সেটপিস হতাশার কথাও জানালেন। তিনি বলেন, ‘এশিয়ান কাপের বাছাইয়ের প্লে-অফে অ্যাওয়ে ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে সেটপিস থেকেই তিন গোল হজম করেছিল আমার দল। কিন্তু হোম ম্যাচে আমরা কি দেখলাম। একটি সেটপিস এবং ওই একমাত্রই গোল। তাতেই পরিষ্কার দল নিয়ে কাজ করেছি আমি। খেলার ফলাফলটা অন্যরকমও হতো পারতো। যদি আমরা মিস না করতাম। দলের খেলা দেখে আমার কাছে মনে হয়েছে, দু’ম্যাচের মধ্যে চার-পাঁচ দিনের বিরতিতে অসাধারণ উন্নতি হয়েছে দলের খেলায়। আমরা জিততে পারিনি ঠিকই। কিন্তু কম গোল হজম করেছি। যেটা আমার লক্ষ্য ছিল।’
বাংলাদেশের ফুটবলের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করার ইচ্ছা প্রকাশ করে ক্রুইফ বলেন, ‘আমার ইচ্ছা রয়েছে, বাংলাদেশ ফুটবলের সঙ্গে দীর্ঘ মেয়াদে কাজ করা। গত তিন বছর ধরে এদেশের ফুটবল নিয়েই কাজ করছি। বলা যায় এটা একটি মায়ার জালে আটকে গেছি। যদি বাফুফে চায়, তাহলে আমি আবারও আসতে পারি, জাতীয় দলের দায়িত্ব নিয়ে।’ এ প্রসঙ্গে জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান বলেন, ‘সভাপতির সঙ্গে আলোচনার পর ক্রুইফ সন্তুষ্ট চিত্তে বাংলাদেশ ছাড়তে প্রস্তুত। কাল (আজ) ভোরেই তিনি নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ভুটান ম্যাচকে সামনে রেখে আমাদের নেয়া দীর্ঘমেয়াদি পরিকল্পানা বাস্তবায়নের জন্য ক্রুইফকে রাখার চিন্তাভাবনা চলছে। এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। যদি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে ভুটানকে হারাতে পারে বাংলাদেশ, তাহলে ২০১৭ ও ’১৮ সালে আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সূচি থাকবে আমাদের জন্য। আর এক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে আমাদেরকে। যে কারণে আগামী দু’সপ্তাহের মধ্যে জাতীয় দলের জন্য নতুন কোচিং স্টাফ নিয়োগ করতে হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি। ক্রুইফসহ আরও দু-একজন আমাদের পছন্দের তালিকায় রয়েছেন। যাদের নাম এখন বলা সম্ভব নয়।’
ভুটানের বিপক্ষে জিতলে ২০১৭ ও ’১৮ সালে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে এশিয়ান কাপের বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে আরও ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০১৭ সালের ২৮ মার্চ, ১৩ জুন, ৫ সেপ্টেম্বর, ১০ অক্টোবর ও ১৪ নভেম্বর এবং ২০১৮ সালের ২৭ মার্চ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আপাতত বিদায় ক্রুইফের!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ