Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুল্ক বসাচ্ছে না যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ সয়াবিন চাষিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম


চীনা পণ্য আমদানির ওপর শুল্ক আরোপের ঘোষণা দিলেও তা এখনই কার্যকর করছে না ট্রাম্প প্রশাসন। এতে দেশ দুটির মধ্যে বাণিজ্য বিরোধ নিরসনের সম্ভাবনা জাগলেও বিকল্প বাজারের সন্ধানে মরিয়া হয়ে ওঠা যুক্তরাষ্ট্রের সয়াবিন চাষিদের জন্য পরিস্থিতি মারাত্মক হয়ে উঠছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানায়, ২০১৯ সালে সয়াবিনের উৎপাদন ২০ শতাংশ কমে যাবে। যদিও কৃষকদের আশঙ্কা এবারে ক্রেতার অভাবে অতিরিক্ত ৭৫ কোটি ৫০ লাখ বুশেল (শস্যদানা পরিমাপের একক, ১ বুশেল প্রায় ৩৫ দশমিক ২ লিটারের সমান) অবিক্রীত রয়ে যাবে। চলমান বাণিজ্য যুদ্ধ এবং সয়াবিনের সর্ববৃহৎ রফতানিকারক ব্রাজিল থেকে আমদানি বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনতে নিজেদের ব্যক্তিখাতকে অনুমোদন দিয়েছে চীন। সয়াবিনের অতিরিক্ত সরবরাহ থাকায় আমদানিকারকদের খুঁজছেন মার্কিন কৃষকেরা। এসব দেশে বিপুল জনসংখ্যা, জনপ্রতি প্রোটিন গ্রহণের পরিমাণ কম আবার অর্থনৈতিক পরিস্থিতিরও উন্নয়ন ঘটছে। যুক্তরাষ্ট্রের সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা মনে করি ভবিষ্যতে এসব বাজার বিশ্বের উৎপাদিত সয়াবিন বিশেষ করে যুক্তরাষ্ট্রের সয়াবিনের জন্য সত্যিকার চাহিদা সৃষ্টি করতে যাচ্ছে। এদিকে, বাণিজ্য যুদ্ধ যতই তীব্র হচ্ছে তত বেশি কৃষক ঋণ ও দেউলিয়াত্বের মুখোমুখি হচ্ছে। প্রশাসন ভর্তুকির ঘোষণা দিলেও তা যথেষ্ট বলে প্রমাণিত হচ্ছে না। বøুমবার্গ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুল্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ