Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সুযোগ সব দলেরই সমান

রেকর্ডের সামনে দাঁড়িয়ে স্পেন

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশিপ আসরে দুই সফলতম দল স্পেন ও জার্মানি। দু’দলই শিরোপা জিতেছে ৩ বার করে। শেষ দুইবারের চ্যাম্পিয়ন স্প্যানিশরা। ইউরো-বিশ্বকাপ-ইউরো ত্রয়ী শিরোপাজয়ী একমাত্র দলও তারা। এবার তাদের সামনে প্রথম দল হিসেবে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। সেক্ষেত্রে আসরের সর্বোচ্চ শিরোপাধারী একমাত্র দল হওয়ার রেকর্ডও গড়বে তারা। শিরোপা ধরে রাখার এই অভিযানে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বড় একটা ধাক্কাই খেল আন্দ্রেস ইনিয়েস্তার দল। ফিফা র‌্যাংকিংয়ের ১৩৭ নম্বর দলের কাছে ১-০ গোলে হেরে বসেছে তারা। এর আগে কখনোই বিশ্বকাপ কিংবা ইউরোর মূল পর্বে খেলার সুযোগ পায়নি জর্জিয়া। প্রস্তুতি পর্বে আগের দুই ম্যাচে অবশ্য সহজেই জিতেছিল ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। বসনিয়া-হার্জেগোভিনাকে ৩-১ ব্যবধানে হারানোর তিন দিন পর গত বুধবার দক্ষিণ কোরিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। ইউরোর লড়াইয়ে আগামী ১৩ জুন চেক রিপাবলিকের বিপক্ষে প্রথম মাঠে নামবে দেল বক্সের দল। গ্রুপের বাকি দুই দল তুরষ্ক ও ক্রোয়েশিয়ার বিপক্ষেও পরীক্ষা দিয়েই পরের রাউন্ডে যেতে হবে স্প্যানিশদের।
প্রস্তুতিমূলক ম্যাচ নিয়ে অবশ্য বেশি কিছু বলার প্রয়োজন আসে না। এসময় কোচেরা দল নিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষাও চালিয়ে থাকেন। প্রস্তুুত ম্যাচে যেমন হাঙ্গেরির সাথে জয়ের আগে স্লোভাকিয়ার মত দলের কাছে ৩-১ গোলে গেরেছিল জোয়াসিম লোয়ের জার্মানি। এটা হয়তো তাদেরকে আরো সতর্ক করবে। শতর্ক তো হতেই হবে জার্মানির। বিশ্বচ্যাম্পিয়নদের আসরের চতুর্থ শিরোপার অপেক্ষাটা যে দুই দশকের। ১৯৯৬ সালে নিজেদের তৃতীয় ও শেষ ইউরো শিরোপা ঘরে তুলেছিল সর্বোচ্চ ৬ বারের ফাইনালিস্টরা। এর পরের দুইবার তো গ্রুপ পর্বই পেরুতে পারেনি তারা। গেল দুই আসরে থামতে হয়েছে শেষ চারে। এবার তাই আটঘাট বেঁধেই নামার কথা মুলার-লাম্বদের।
শিরোপার হিসেবে ফুটবল পরাশক্তির মধ্যে সবচেয়ে বেশি দিনের অপেক্ষা সম্ভবত ইতালির। প্রায় অর্ধশতক আগে ইউরোপ সেরা হয়েছিল তারা। গেলবার শিরোপার খুব কাছে গিয়েও স্পেনের কাছে আটকা পড়েছিল তাদের স্বপ্ন। সুযোগ আছে স্বাগতিকদেরও। দুই বার ফাইনালে উঠে দুই বারই শিরোপা দখলে নেওয়ার রেকর্ড তাদের, শেষটি ২০০০ সালে। তবে ইউরো মানেই যেন একরাশ দুঃখ ইংলিশদের কাছে। শিরোপা তো দূরে থাক কখনো ফাইনালেই ওঠা হয়নি তাদের। সর্বোচ্চ অর্জন ১৯৯৬ সালের সেমি-ফাইনাল। সেটাও হয়তো স্বাগতিক হওয়ার বদৌলতে। আসলে ফুটবলে ইউরোপিয়ান পরামক্তিগুলোর শক্তিমত্তার পার্থক্যটা এতই কম যে, যে কোনো দলই যে কাউকে হারানোর ক্ষমতা রাখে। নইলে বেলজিয়ামের মত ফিফা র‌্যাংকিংয়ের দুই নম্বরে থাকা দলকেও ইংলিশদের মত আক্ষেপ বয়ে বেড়াতে হয়! কোম্পানি-ডি ব্রুইন-ফেলাইনি-ডিপাইদের মত তারকাদের নিয়ে গড়া দলটিও নিশ্চয় এবার দৃঢ়প্রতিজ্ঞ নিজেদের শিরোপা খরা কাটাতে। আসরের অন্যতম ফেভারিটও তারা।
অঘটনের শিকার হতে পারে তাই যে কোনো দলই। ইউরোর ১৫তম এই আসর তো সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে মূল পর্ব শুরুর আগেই। নেদারল্যান্ডসের মত গেল বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টরা যে মূল পর্বে পা রাখতে পাল না। এটাও ঠিক তাদের টপকে যে দলগুলো মূল পর্বে জায়গা করে নিয়েছে তা তাদের যোগ্যতা দিয়েই। নব্বই মিনিটের লড়াইয়ে তাই কাউকেই খাটো করে দেখার সুযোগ নেই।


ইউরো ২০১৬ সূচি ও গ্রুপিং

গ্রুপ-এ : ফ্রান্স, আলবেনিয়া, রোমানিয়া, সুইজারল্যান্ড
গ্রুপ-বি : ইংল্যান্ড, ওয়েলস, স্লোভাকিয়া, রাশিয়া
গ্রুপ-সি : জার্মানি, নর্দান আয়ারল্যান্ড, পোল্যান্ড, ইউক্রেন
গ্রুপ-ডি : স্পেন, তুরস্ক, চেক রিপাবলিক, ক্রোয়েশিয়া
গ্রুপ-ই : বেলজিয়াম, আয়ারল্যান্ড, সুইডেন, ইতালি
গ্রুপ-এফ : পর্তুগাল, আইসল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়া

গ্রুপ পর্ব
তারিখ    সময়         ম্যাচ    ভেন্যু
১০ জুন    রাত ১টা    ফ্রান্স-রোমানিয়া    সাঁ-দেনি
১১ জুন    সন্ধ্যা ৭টা    আলবেনিয়া-সুইজারল্যান্ড    লঁস
    রাত ১০টা    ওয়েলস-স্লোভাকিয়া    বোর্দো
    রাত ১টা    ইংল্যান্ড-রাশিয়া    মার্সেই
১২ জুন    সন্ধ্যা ৭টা     তুরস্ক-ক্রোয়েশিয়া    প্যারিস
    রাত ১০টা    পোল্যান্ড-নর্দান আয়াররল্যান্ড    নিস
    রাত ১টা    জার্মানি-ইউক্রেন    লিল
১৩ জুন    সন্ধ্যা ৭টা    স্পেন-চেক প্রজাতন্ত্র    তুলুজ
    রাত ১০টা    আয়ারল্যান্ড-সুইডেন    সাঁ-দেনি
    রাত ১টা    বেলজিয়াম-ইতালি    লিওঁ
১৪ জুন    রাত ১০টা    অস্ট্রিয়া-হাঙ্গেরি    বোর্দো
    রাত ১টা    পর্তুগাল-আইসল্যান্ড    সাঁতে ইচেনা
১৫ জুন    সন্ধ্যা ৭টা     রাশিয়া-স্লোভাকিয়া    লিল
    রাত ১০টা    রোমানিয়া-সুইজারল্যান্ড    প্যারিস
    রাত ১টা    ফ্রান্স-আলবেনিয়া    মার্সেই
১৬ জুন    সন্ধ্যা ৭টা     ইংল্যান্ড-ওয়েলস    লঁস
    রাত ১০টা    ইউক্রেন-নর্দান আয়ারল্যান্ড    লিওঁ
    রাত ১টা    জার্মানি-পোল্যান্ড    সাঁ-দেনি
১৭ জুন    সন্ধ্যা ৭টা    ইতালি-সুইডেন    তুলুজ
    রাত ১০টা    চেক প্রজাতন্ত্র-ক্রোয়েশিয়া    সাঁতে ইচেনা
    রাত ১টা    স্পেন-তুরস্ক    নিস
১৮ জুন    সন্ধ্যা ৭টা    বেলজিয়াম-আয়ারল্যান্ড    বোর্দো
    রাত ১০টা    আইসল্যান্ড-হাঙ্গেরি    মার্সেই
    রাত ১টা    পর্তুগাল-অস্ট্রিয়া    প্যারিস
১৯ জুন    রাত ১টা    সুইজারল্যান্ড-ফ্রান্স    লিল
    রাত ১টা    রোমানিয়া-আলবেনিয়া    লিওঁ
২০ জুন    রাত ১টা    স্লোভাকিয়া-ইংল্যান্ড    সাঁতে ইচেনা
    রাত ১টা    রাশিয়া-ওয়েলস    তুলুজ
২১ জুন    রাত ১০টা    নর্দান আয়ারল্যান্ড-জার্মানি    প্যারিস
    রাত ১০টা    ইউক্রেন-পোল্যান্ড    মার্সেই
    রাত ১টা    ক্রোয়েশিয়া-স্পেন    বোর্দো
    রাত ১টা    চেক প্রজাতন্ত্র-তুরস্ক     লঁস
২২ জুন    রাত ১০টা    আইসল্যান্ড-অস্ট্রিয়া    সাঁ-দেনি
    রাত ১০টা    হাঙ্গেরি-পর্তুগাল    লিওঁ
    রাত ১টা    সুইডেন-বেলজিয়াম    নিস
    রাত ১টা    ইতালি-আয়ারল্যান্ড    লিল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুযোগ সব দলেরই সমান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ