Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবীনগরে জাতীয় শ্রমিকলীগের অফিস ভাংচুর

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ৭:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা জাতীয় শ্রমিকলীগের অফিস ভাংচুর হয়েছে। বুধবার রাতে পৌর শহরের সিএনজি স্ট্যান্ডে ওই অফিসটিতে কে বা কারা ভাংচুর চালায়। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত করছেন তারা। জানা গেছেক, অফিসটির কয়েক’শ ফুট দূরত্বে ওই রাতে উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক মো: ফোরকান মৃধার বাড়িতে ওড়শ ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গণ্ডগোল থেকে অফিসটিতে হামলা হয়। অফিসে তাণ্ডব চালিয়ে ভাংচুর করা হয় চেয়ারসহ সবকিছু। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ধুমড়ে মুচড়ে নিচে ফেলে দেয়া হয়। জাতীয় শ্রমিকলীগের আহবায়ক মো: ফোরকান মৃধা অফিস ভাংচুরে কারা জড়িত তা জানেন বলে জানান। জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব মো: রহিছ মিয়া জানান, তিনি গতকাল বৃহস্পতিবার সকালে অফিসে গিয়ে দেখতে পান ব্যাপকভাবে ভাংচুর করা হয়েছে। তবে কারা এই ভাংচুরে জড়িত তা তিনি জানেননা। তবে অন্যসুত্র জানিয়েছে, আওয়ামীলীগ নেতা শাহরিয়ার বাদলকে বক্তৃতা না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ওড়শে হট্টগোল হয়। সেখানে কয়েকটি চেয়ার ভাংচুর করা হয়। এর জের ধরে পরে জাতীয় শ্রমিকলীগের অফিস ভাংচুর করা হয়। তবে জেলা আওয়ামীলীগ সদস্য শাহরিয়ার বাদল ভাংচুরের কোন ঘটনা হয়নি বলে দাবী করেন। নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহমেদ জানিয়েছেন, তারা ঘটনার তদন্ত করছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাংচুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ