প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অনিমেষ আইচ-এর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘ফেরা’ বাংলাভিশনে প্রচার হবে আজ বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, ভাবনা, রওনক হাসান, মামুনুর রশিদ প্রমুখ। টেলিফিল্মে দেখা যাবে, এক অপরাধীকে লঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো, কি অপরাধে তাকে ধরা হয়েছে। গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। সে উত্তরে বলে, আমি এক বাড়িতে কাজ করতাম। সাথে সেই বাড়ির এক মেয়েকে পড়াতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আমরা অন্য এক জায়গায় পালিয়ে যাই। সেখানে সংসার শুরু করি। কিছুদিন পর আমি একটা অসুখে আক্রান্ত হই। কাজ করতে পারছিলাম না। তখন আমার স্ত্রী এক স্কুলে শিক্ষকতা শুরু করে। সেখানে এক ছেলে রওনকের সাথে তার পরিচয় হয়। আমি সন্দেহ করি, তাদের মধ্যে ভালোবাসার কোন সম্পর্ক তৈরি হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।