Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের বিশেষ নাটক অশরীরী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


আজ রাত ৯ টায় মাছরাঙায় প্রচার হবে বিশেষ নাটক অশরীরী। নাটকটি রচনা করেছেন ইউসুফ হাসান খোকন। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে আনিসুর রহমান মিলন, উর্মিলা, শ্যামল মওলা প্রমুখ। মিলন একজন খ্যাতিমান লেখক। স্ত্রী উর্মিলাকে নিয়ে ঢাকার বাইরে অচেনা এক জায়গায় বেড়াতে যান। রাতে থাকার জায়গা খুঁজতে গিয়ে একটা রিসোর্টের দেখা পান। কিন্তু দারোয়ান তাদেরকে থাকতে দিতে চায় না। অনেক অনুরোধ করে শেষ পর্যন্ত দারোয়ানকে রাজি করান। নির্জন রিসোর্ট। চারিদিকে সুনসান নীরবতা। কোন লোকজনের দেখা নেই। উর্মিলা ভয় পেলেও লেখালেখির জন্য জায়গাটা খুব পছন্দ হয় মিলনের। রাতে উর্মিলাকে ঘুমাতে দিয়ে অন্য ঘরে যান একাকী লেখালেখি করতে। কিছুক্ষণ পর দেখেন উর্মিলা তার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। দু’জনে বসে গল্প করেন। এদিকে, উর্মিলা দেখেন মিলন তার পাশে এসে শুয়েছেন। পরদিন সকালে যখন একে অন্যকে বিষয়টা বলেন তখন কেউ কারো কথা বিশ্বাস করতে পারেন না। দ্বিধা-দ্বন্দে পড়ে যান তারা। দারোয়ান শ্যামল সবকিছু জানেন কিন্তু তাদেরকে কিছু বলেন না। একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। ভৌতিক রহস্যময় গল্প নিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ