Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘জঙ্গি সংগঠনগুলিই চায় না পাকিস্তান-ভারত আলোচনা চলুক’

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জঙ্গি সংগঠনগুলি সবসময় চায় ভারত এবং পাকিস্তানের মধ্যে শান্তি প্রক্রিয়া বানচাল হয়ে যাক। আর তা করে দিতে পারলেই যুক্তরাষ্ট্র বড়সড় ধাক্কা দেওয়া যাবে। এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি। তিনি জানিয়েছেন, জঙ্গিরা চায় না যে ভারত এবং পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা জারি থাকুক। আর সেই কারণেই তারা বারবার আঘাত হানছে, যাতে দুদেশের জাতীয় পর্যায়ের নেতারা আলোচনার টেবিলে বসতে ভয় পায়। কার্বি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কখনই চায় না যে জঙ্গিদের এই উদ্যোগ সফল হোক। বরং আমরা চাই, এই দুই প্রতিবেশী দেশের মধ্যে আলোচনা প্রক্রিয়া চালু থাকুক। তাই ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কথাবার্তা হয়েছে, তাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। তিনি আরও জানিয়েছেন, ভারত-পাকিস্তান, দুটি দেশই জঙ্গিদের বিরুদ্ধে তাদের অভিযান চালিয়েছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘জঙ্গি সংগঠনগুলিই চায় না পাকিস্তান-ভারত আলোচনা চলুক’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ