Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাগুরার শালিখায় ব্যবসায়ীকে জখম করে টাকা ছিনতাই

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৯, ৬:০৭ পিএম

মাগুরার শালিখায় বাবলু মন্ডল (৪৫) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে এক লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাতনাফুরিয়া ও হাসিমপুর গোরস্থান সড়কের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। বাবলু মন্ডল সাতনাফুরিয়া গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে৷ আহতের ভাতিজা মাঝারুল ইসলাম ও এলাকার তুষার,ইমরান,হামজা,গোলাম আজম সহ আরো অনেকেই জানান, স্থানীয় সিংড়া বাজারে বাবলু মন্ডলের বড় মুদি দোকান রয়েছে। শনিবার রাতে তিনি দোকান বন্ধ করে টাকা পয়সা নিয়ে সাতনাফুরিয়া গ্রামে তার নিজ বাড়িেেত যাওয়ার পথে সাতনাফুরিয়া হাসিমপুর সড়কের মাঝামাঝি গোরস্থান সড়ক এলাকায় পৌছালে দুইটি মটর সাইকেলে নিয়ে ঐ স্থানে আগে থেকেই ওৎপেতে থাকা ৪ থেকে ৫ জন লোক তার ওপর অতর্কীত ভাবে হামলা করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাবলু মন্ডলের মাথায়, বাম হাত সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও হকিস্টিক দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে এবং তার সঙ্গে থাকা ১ লক্ষ ৭০ হাজার টাকা সহ দোকানের চাবি ছিনিয়ে নেয়। এসময় তার ডাক চিৎকারে এলাকার শাহিনুর ও চাচা নাহিদুল বিশ্বাস টস লাইট নিয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদেরকে চেচিয়ে বলে লাইট মারলে তোদেরকেও কুপিয়ে হত্যা করবো বলে হুমকী দিয়ে চলে যায় ৷ এরপর বাবলু মন্ডলকে গ্রুতর রক্তাক্ত অবস্থায় মাগুরা ২৫০ সজ্জা হাসপাতালে ভর্তি করা হয় ৷ এ ব্যাপারে শালিখা থানা ওসি তদন্তমোঃ মামুন হোসেন বিশ্বাস জানান, বাবলু মন্ডল হাসপাতালে ভর্তি রয়েছে ৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ