Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানজানিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬২

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৯, ৯:২৮ এএম | আপডেট : ১০:০২ এএম, ১১ আগস্ট, ২০১৯

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় জ্বালানি তেলের ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৬২ জনের মৃত্যু ও কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, জ্বালানিবাহী ট্যাংকারটি দুর্ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাইরে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে যান স্থানীয়রা। এসময় ট্যাংকারটি বিস্ফোরণ হলে এতো সংখ্যক মানুষের হতাহতের ঘটনা ঘটে।

বন্দর নগরী দার-এস সালাম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমের মরোগরো অঞ্চলে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে। বন্দর থেকে পরিবহনের মাধ্যমে জ্বালানি সরবরাহে এলাকাটি বেশ গুরুত্বপূর্ণ। বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডেনিয়েল গোগো নামের এক প্রতক্ষ্যদর্শী একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। অনেক লোক মারা গেছেন, ব্যস্ত সড়ক হওয়ায় যারা তেল চুরির জন্য আসেননি, নিহতদের মধ্যে তারাও রয়েছেন।

গত মাসে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বিনিউ রাজ্যে অনুরূপ ঘটনায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্যাংকার বিস্ফোরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ