Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ৫:১৯ পিএম

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। ঘাট এলাকায় তিল ধারণের জায়গা খুঁজে পাওয়া না গেলেও তেমন কোন দূর্ভোগের চিত্র দেখা যায়নি। এদিকে ফেরিতে সাধারন যাত্রীদের চাপে যানবাহন পারাপার কিছুটা ব্যাহত হয়েছে।

শনিবার সরেজমিন দৌলতদিয়া ঘাটে দেখা যায়, সকাল থেকেই লঞ্চ ঘাট, ফেরি ঘাট ও বাস টার্মিনাল এলাকায় দেখা যায় অসংখ্য ঘরমুখি মানুষের এ চাপ। তবে পর্যাপ্ত যানবাহন থাকায় ফেরি ঘাটে এসে তেমন কোন ভোগান্তি ছাড়াই প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গন্তব্যে পৌছাতে পাড়ছে ঘরমুখি মানুষ। পন্যবাহি ট্রাক পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে সরাসরি যানবাহন গুলো ফেরিতে উঠতে পাড়ছে।

তবে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি থাকলেও সাধারন যাত্রীদের চাপে ফেরিতে যানবাহন পারাপার ব্যবহত হচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, আইন-শৃঙ্খলার বাহিনীর কঠোর নজরদারিতে ফেরির টিকিটে দালালচক্র ও ছিনতাইকারীদের তৎপরতা ঘাট এলাকায় নেই বললেই চলে। এবারের ঈদে দৌলতদিয়া ঘাট এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, বর্তমানে এই রুটে ২০ টি ফেরি চলাচল করছে। প্রাকৃতিক কোন সমস্যা না হলে এবারের ঈদে আশাকরি মানুষ নির্বিঘেœ দৌলতদিয়া ঘাট দিয়ে আসা-যাওয়া করতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ