Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ৭০ দোকান উচ্ছেদ ও জরিমানা

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরার আজিমপুর শাহজালাল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকজন দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল দুপুরে কর্পোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ এ অভিযানের নেতৃত্ব দেন।
জিয়াউদ্দিন আহমেদ জানান, অবৈধভাবে স্থাপনা ও জনসাধারণের চলার পথ রোধ করে বসানো ৭০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া কয়েকজন দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে একই সময়ে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে গুলনাশ-১ এর ডিসিসি মার্কেটে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এসএমএম সালেহ ভূঁইয়া এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানকালে বিভিন্ন দোকানে বিক্রয়কৃত খেঁজুর, ফল, মাছ, গোশত এবং ইফতারির খাবারসমূহের মান যাচাই করা হয়। মানহীন খাবার বিক্রয়ের ব্যাপারেও দোকানিদের সতর্কতামূলক নোটিশ দেয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানীতে ৭০ দোকান উচ্ছেদ ও জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ