Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএসসিতে পুনঃনিরীক্ষণ জিপিএ-৫ বাড়লো ১৯৯ জন

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল (বুধবার) প্রকাশিত ফলাফলে নতুন করে ১৯৯ জন জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়ার সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ৩২ জন। প্রথমে এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪০ হাজার ৮৩৩ জন। ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম এনালিস্ট মনজুরুল কবীর বলেন, মোট ৪৩ হাজার ৫৮০ জন প্রার্থী এক লাখ ১৫ হাজার ৯১৮টি পত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছে ২০৫ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৯৯ জন। এছাড়া ফল পরিবর্তন হয়েছে ১ হাজার ২৫৮ জনের। গত ১১ মে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছিল। এরপর পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসিতে পুনঃনিরীক্ষণ জিপিএ-৫ বাড়লো ১৯৯ জন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ