Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপসোনিন গ্রুপের সাবেক

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

চেয়ারপার্সন দেলমন আরার ১২তম মৃত্যুবার্ষিকী আজ

বরিশাল ব্যুরো : দেশের ওষুধ শিল্পের পথিকৃৎ অপসোনিন গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আবদুল খালেক খানের সহধর্মিণী ও সাবেক চেয়ারপার্সন দেলমন আরা বেগমের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল অপসোনিন ফার্মার প্রধান কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অপসোনিন গ্রুপের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) আবদুস সবুর খান, ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ খান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাকিব খান এ দোয়া মাহফিলে অংশ নেন।
সহধর্মীনি দেলমন আরা বেগমের সার্বিক অনুপ্রেরণা ও উৎসাহেই মরহুম আবদুল খালেক খান বরিশাল মহানগরীতে আজ থেকে প্রায় ৬০ বছর আগে অপসোনিন কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ প্রতিষ্ঠা করেন। সে থেকে সহধর্মীনির নিবিড় সহযাগীতায় তিনি ক্রমান্বয়ে অপসোনিন গ্রুপ-এর বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলেন। যা আজ দেশের ওষুধ শিল্পে এক উল্লেখযোগ্য অবদান রাখছে। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে মরহুম আবদুল খালেক খান ও তার সহধর্মিণীর বিশাল অবদান দক্ষিণাঞ্চলের মানুষ আজো কৃতজ্ঞতার সাথে স্মরণ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপসোনিন গ্রুপের সাবেক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ