বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘ধর্মে বিশ্বাসী সকল মানুষ নিজ-নিজ ধর্মীয় বিধানানুযায়ী পরিচালিত হবেন এটাই স্বাভাবিক, এর অন্যথা করলে তা শুধু অন্যায়ই হবে না বরং তা হবে সীমালঙ্ঘন।’ গতকাল নেছারাবাদ দরবারে এনসিসি ভবনে জুমা নামাযের পূর্বে এক সুধী সমাবেশে মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর এসব কথা বলেন।
হুজুর বলেন, ‘পবিত্র ঈদুল আযহা অত্যাসন্ন। যারা ঈদের নামে চাঁদাবাজি, গেট সাজিয়ে গান-বাদ্য, মদ-গাঁজা, বেপর্দেগী-বেহায়ায়ী, চরিত্রহীনতায় মেতে ওঠে তারা মূলত ধর্মদ্রোহী-নাস্তিকদের খপ্পরে পড়ে ধর্মকেই কলুষিত করছে। মুসলিম কিংবা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান যে কোন ধর্মের উৎসব সে ধর্মের বিধান অনুযায়ী হবে। হিন্দু ধর্মের পূজায় যদি দোয়া-কালাম, আযান-নামায অন্তর্ভুক্ত করা হয় কিংবা ইসলাম ধর্মের ঈদ উৎসবে যদি ঢোল-বাদ্য, মদ-গাঁজা স্থান পায় তবে তা হবে ধর্মদ্রোহিতার শামিল।’
হুজুর আরো বলেন, ‘পৃথিবীর মানচিত্রে যতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেক রাষ্ট্রেরই রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও সংবিধান। রাষ্ট্রে বসবাসরত প্রত্যেক নাগরিককেই নিজ-নিজ রাষ্ট্রের সংবিধান মেনে চলতে হয়। ঠিক তেমনি প্রত্যেক ধর্মেরও রয়েছে নিজস্ব রীতি-নীতি ও আদর্শÑযা ধর্মে বিশ্বাসীকে মেনে চলতে হয়। এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যেমন সংবিধানের তারতম্য আছে, ঠিক তেমনি এক ধর্মের সাথে অন্য ধর্মেরও রয়েছে নানাবিধ পার্থক্য। তাই ধর্মে বিশ্বাসী সকল মানুষ নিজ-নিজ ধর্মীয় বিধানানুযায়ী পরিচালিত হবেন এটাই স্বাভাবিক, এর অন্যথা করলে তা শুধু অন্যায়ই হবে না বরং তা হবে সীমালঙ্ঘন।’
নেছারাবাদী হুজুর তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, ‘আমরা ধর্মীয় অনুশাসন পুরোপুরি অনুসরণ করতে না পারলেও ধর্মের প্রতি সকলে শ্রদ্ধাশীল। অতএব, ধর্মীয় উৎসব কুরবানীকে কেন্দ্র করে যাতে সমাজ-গর্হিত, ধর্মদ্রোহী, দ্বীন-শরীয়ত বিরোধী কোনো কর্মকাÐ সংঘটিত না হয় সে ব্যাপারে আমরা সকলে সচেতন হই।’
সুধী সমাবেশে ঝালকাঠিসহ পাশ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীগণ ও মুছলিহীন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে হাজার হাজার মুসুল্লীগণ নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে জুমা নামায আদায় শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে দোয়ায় অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।