Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি ওষুধ বিক্রেতা চক্রের চার সদস্য আটক

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : র‌্যাব-৫ এর একটি দল মহানগরীর সাগরপাড়া ও লক্ষ্মীপুর এলাকা থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও ইনজেকশনসহ চারব্যক্তিকে আটক করেছে। বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মহানগরীর সাগরপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মো. বুলু শেখ (৪৫) ও ওয়াহিদুল ইসলাম ওয়াহিদকে (৪০) আটক করা হয়। এছাড়া লক্ষ্মীপুর এলাকার অন্তরা ফার্মেসি থেকে আকরাম পারভেজ (৩০) ও পপুলার ডায়গনস্টিক সেন্টারের নিচ থেকে আবদুল কুদ্দুস (৬০) নামে আরও দুইজনকে আটক করা হয়। তারা সবাই চোরাই ওষুধ সিন্ডিকেটের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-৫ রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বিপুল পরিমাণ সরকারি চোরাই ওষুধসহ বুলুকে আটক করা হয়। পরে চোরাই সরকারি ওষুধ উদ্ধারে বুলুকে নিয়ে মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তিনজন আটক হয়। তাদের কাছ থেকে সরকারি বিভিন্ন ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকারি ওষুধ বিক্রেতা চক্রের চার সদস্য আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ