Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসুস্থতার মধ্যেই উত্তরসূরি নির্বাচিত করলেন বাগদাদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএস) এর নেতা আবু বকর আল বাগদাদি। আইএস’র বার্তা সংস্থা আমাক’এ মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, ইরাকের মসুল শহরের তাল আফার জেলার সাবেক বাসিন্দা আবদুল্লাহ কারদাশই হবেন পরবর্তী আইএস প্রধান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সন্ত্রাসবিরোধী ইউনিট ফ্যালকন্স ইন্টেলিজেন্স সেল’র প্রধান আবু আলী আল-বাসরি জানান, সিরিয়ায় অবস্থান করছেন বাগদাদি। তিনি গুরুতর অসুস্থ। ফ্যালকন ইন্টেলিজেন্স সেলের এক অভিযানে ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে আহত হন বাগদাদি। এরপর থেকে প্যারালাইসিস হয়ে আছে তার শরীরের কিছু অংশ। গত বছর সিরিয়ার হাজিন অঞ্চলে এক গোপন বৈঠক করছিলেন বাগদাদি। ওই বৈঠকে হামলা চালায় ফ্যালকন ইন্টেলিজেন্স এজেন্সি ও জোট বাহিনী। ওই হামলায় গুরুতরভাবে আহত হন বাগদাদি। এরপর থেকেই তার উত্তরসূরির কথা ভাবা হচ্ছে। স¤প্রতি গোয়েন্দা হুমকি নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন তিনি। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ