Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের ছুটি বাড়ল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ৮:৪৫ পিএম | আপডেট : ৯:০৩ পিএম, ৯ আগস্ট, ২০১৯

দেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহতায় এক দফা বাড়ানো হয়েছিল সাউথ এশিয়ান (এসএ) গেমস প্রস্তুতি ক্যাম্পের ক্রীড়াবিদদের ঈদের ছুটি। পূর্ব নির্ধারীত দিনক্ষণ অনুযায়ী এই ছুটি ১০ থেকে ১৫ আগস্ট থাকলেও গত সোমবার তা বাড়িয়ে দেয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ওইদিনই তারা জানায়, এসএ গেমস ক্যাম্পের ক্রীড়াবিদদের ঈদের ছুটি থাকবে ৮ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত। বিওএ’র ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব এ, কে সরকারের দেয়া এই তথ্যের পর ফের বাড়ানো হয়েছে ক্যাম্পের ছুটি। ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে থাকা তিন ডিসিপ্লিন যথাক্রমে কাবাডি, খো খো ও বাস্কেটবলের নারী ক্রীড়াবিদদের ছুটি বাড়িয়ে ৩১ আগষ্ট পর্যন্ত করা হয়েছে। তথ্যটি শুক্রবার নিশ্চিত করেন বিওএ কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। মূলত মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ক্রীড়াবিদদের ছুটি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। এখানে থাকা তিন ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের মধ্যে কাবাডি ও খো খো’র ১০ জন নারী ক্রীড়াবিদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ইতোমধ্যে তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে। এদের মধ্যে কাবাডির মুসলিমা খাতুন ও শ্রাবনী মল্লিকের রক্তে প্লাটিলেট অনেক কমে গিয়েছিল। যার ফলে তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পর্যন্ত নিয়ে যেতে হয়। তবে এখন তারা সুস্থ আছেন। ডেঙ্গু আতংকে দু’দিন আগেই মহিলা ক্রীড়া সংস্থার ক্রীড়াবিদরা বাড়ি চলে যান। অন্যদের জন্য ১৬ আগস্ট পর্যন্ত ছুটি থাকলেও কাবাডি, খো খো ও বাস্কেটবলের নারী ক্রীড়াবিদদের ছুটি থাকছে ৩১ আগস্ট পর্যন্ত। এ প্রসঙ্গে চপল বলেন, ‘যাদের ডেঙ্গুজ্বর খুব বেশি ছিল এবং হাসপাতালে থাকতে হয়েছে, স্বাভাবিক অবস্থায় ফিরতে তাদের সময় লাগবে। তাছাড়া সবাই এক সঙ্গে ক্যাম্পে আসতে না পারলে অনুশীলনও শুরু করা যাবে না। তাই কাবাডি, খো খো ও বাস্কেটবল ডিসিপ্লিনের মেয়েদের ছুটি বাড়ানো করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে তাদের অনুশীলন ক্যাম্প পুরো দমে শুরু হবে।’

আসন্ন নেপালে এসএ গেমসে ২৫টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। যে কারণে বিওএ ১৫টি স্থানে প্রস্তুতি ক্যাম্প করেছে। গেমসকে সামনে রেখে ইতোমধ্যে প্রশিক্ষণে নেমে পড়েছেন অধিকাংশ ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা। আগামী ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডু ও পোখারা শহরে অনুষ্ঠিত হবে এসএ গেমসের ১৩তম আসরের খেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুটি

৯ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ