Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর বিমানবন্দরে আটক ইয়েচুরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ৫:২২ পিএম

কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আটক হলেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি৷ শ্রীনগর বিমানবন্দরেই তাকে আটক করা হয়৷ একদিন আগেই একই ভাবে কাশ্মীরে প্রবেশ করতে গিয়ে আটক হয়েছিলেন কংগ্রেস নেতা গোলাম নবি আজাদ৷

এর আগে, প্রশাসনের কাছে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করার অনুমতি চেয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে তিনি চিঠি লিখে জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে সিপিএমের সক্রিয় শাখা রয়েছে এবং বিধানসভায় (যা এখন নিষ্ক্রিয়) এক বিধায়ক রয়েছে। সিপিএমের সেই বিধায়ক মহম্মদ ইউসুফ তারিগামী এবং বাকি সিপিএম সদস্যরা কী অবস্থায় রয়েছেন তা দেখার জন্য সীতারাম শুক্রবার শ্রীনগর যেতে চান। এই অবস্থায় প্রশাসন যেন তাকে না আটকায়, তা নিশ্চিত করা হোক। সীতারামের বক্তব্য, তারিগামী অসুস্থ। দলের সাধারণ সম্পাদক হিসাবে সেটা তিনি জেনেছেন। সেক্ষেত্রে তার সঙ্গে দেখা করাটা খুবই প্রয়োজন।

বৃহস্পতিবারই রাজ্যসভায় বিরোধী দলনেতা গোলাম নবি আজাদ কাশ্মীরে কংগ্রেসের নেতাদের দেখতে শ্রীনগরে গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি গোলাম আহমেদ মীর। কিন্তু শ্রীনগর বিমানবন্দরে তাদের আটকানো হয়। এই পরিপ্রেক্ষিতে সীতারামের কাশ্মীর যাত্রা নিয়েও একটা উদ্বেগ তৈরি হয়েছিল৷



 

Show all comments
  • মোঃ আককাছ আলী মোল্লা ৯ আগস্ট, ২০১৯, ১০:২০ পিএম says : 0
    বাংলাদেশের কাছে সব শিখেছে মোদী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর বিমানবন্দর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ