মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর দাফন অনুষ্ঠান ও স্মরণসভায় যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শুক্রবার আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। আগামীকাল শুক্রবার কেন্টাকিতে নিজ শহর লুইসভিলে মোহাম্মদ আলীর স্মরণসভা ও দাফন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই গ্রেটেস্ট মুষ্টিযোদ্ধার হাজার হাজার ভক্ত সমর্থক অংশ নিলেও যাচ্ছেন না প্রেসিডেন্ট বারাক ওবামা। গত মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এ কথা জানানো হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে। ওইদিন ওবামা ও তার স্ত্রী মিসেল ওবামা তাদের মেয়ে মালিহার স্কুলে গ্রাজুয়েশন প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছেন। এ কারণে ওবামা আলীর স্মরণসভায় যেতে পারছেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে আলীর স্মরণসভায় তার পরিবারকে চিঠি পাঠিয়ে সমবেদনা জানাবেন হোয়াইট হাইসের ঊর্ধ্বতন উপদেষ্টা ভালেরিয়ে জারেট। ব্যক্তিগতভাবে তিনি আলীর সাথে জানাশোনা ছিল। আলীর শেষযাত্রায় ওবামা না গেলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এতে অংশ নিচ্ছেন। এর আগে এক খবরে বলা হয়, বিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর দাফন হচ্ছে আগামী শুক্রবার, তার নিজ শহর লুইসভিলে। দাফনের আগে আলীর কফিনটি গোটা শহরে প্রদক্ষিণ করার কথা রয়েছে। সে সময় তার কফিন বহন করবেন হলিউডের জনপ্রিয় তারকা উইল স্মিথ এবং ব্রিটিশ মুষ্ঠিযোদ্ধা ও হেভিওয়েট চ্যাম্পিয়ন লেনক্স লুইস। আলীর শেষ বিদায়ের অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের অংশ নেয়ার কথা রয়েছে। এটি অনলাইনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। শুক্রবার যারা আলীর কফিন বহন করবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন হলিউড তারকা উইল স্মিথ এবং ব্রিটিশ মুষ্টিযোদ্ধা ও হেভিওয়েট চ্যাম্পিয়ন লেনক্স লুইস। আরো থাকবেন আলীর দুই চাচাত ভাই জন গ্রেডি ও জান ওয়াডেল, ভাইয়ের ছেলে ইবন আলী, সাবেক শ্যালক ইয়ান কোমাবি এবং পারিবারিক বন্ধু জন রামসে। প্রসঙ্গত, হলিউড তারকা উইল স্মিথ ২০০১ সালে আলীর জীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। মুষ্টিযোদ্ধা ও সামাজিক কর্মী আলীর চরিত্রে অভিনয়ের জন্য তিনি সম্মানজনক একাডেমি ও গোল্ডেন গ্লোব এওয়ার্ডে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। বিবিসি, রয়টার্স, এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।