Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদের দেয়াল ধসে শিশু নিহত

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

নাটোরের বড়াইগ্রামে নবনির্মিত মসজিদের দেয়াল ধ্বসে বৃষ্টি খাতুন হিমু (৭) নামে এক শিশু নিহত ও আরো দুই শিশু আহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার নগর ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিমু কুমারখালী গ্রামের হাফিজুল ইসলাম হাব্বুল্লার মেয়ে ও আদগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় আহতরা হলো-কুমারখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে মিশকাত (৭) ও আলতাব হোসেনের ছেলে রাকিব (৬)।

নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে হিমুসহ অপর দুই শিশু কুমারখালী মধ্যপাড়া জামে মসজিদের পাশে বসে খেলা করছিল। এ সময় মাস দুয়েক আগে নির্মিত মসজিদের দেয়াল আকস্মিকভাবে শিশুদের উপর ভেঙ্গে পড়ে। এতে তিন শিশুই গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ