Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আখলাক হত্যা : আবারও উত্তপ্ত হয়ে উঠছে দাদরি

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

১৪৪ ধারা ভঙ্গ করে সভায় স্থানীয় বিজেপি নেতার ২০ দিনের আলটিমেটাম
ইনকিলাব ডেস্ক : আবারো সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে ভারতের উত্তরপ্রদেশের দাদরি এলাকায়। গরুর গোশত খাওয়ার গুজবে উগ্র হিন্দুত্ববাদীর হাতে নিহত আখলাকের পরিবারের বিরুদ্ধে এবার কঠোর শাস্তির দাবি করেছে বিজেপি ও শিবসেনা কর্মীরা। সেই সঙ্গে পুলিশের নির্দেশ উপেক্ষা করে গত সোমবার দাদরির বিশাদা গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে সভাও করেছে তারা। উল্লেখ্য, গত বছর ৫৬ বছর বয়সী আখলাককে বাড়ি থেকে টেনে-হিঁচড়ে বের করে পিটিয়ে হত্যা করে উগ্র লোকজন। পরে তার লাশ রাস্তার ওপর টেনে-হিঁচড়ে নিয়ে বেড়ানো হয়। উত্তেজনার সূত্রপাত গত বছরের সেপ্টেম্বরে হলেও ঘটনা নতুন মোড় নিয়েছে এক ফরেনসিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে। গত সপ্তাহে প্রকাশিত একটি ল্যাব প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় আখলাকের বাড়ি থেকে উদ্ধার করা গোশত গরুরই ছিল। মথুরার ওই ল্যাবরেটরি কর্তৃপক্ষ বলছে, আখলাকের বাড়ি থেকে সংগ্রহ করা  গোশতের নমুনা পরীক্ষা করেই ওই প্রতিবেদন দেয়া হয়েছে। অথচ এর আগের একটি ফরেনসিক প্রতিবেদনে বলা হয়েছিল, আসলে গরুর গোশত নয়, ফ্রিজে রাখা ছিল ছাগলের বাচ্চার মাংস। উল্লেখ্য, উত্তরপ্রদেশে গরু জবাই নিষিদ্ধ। কিন্তু এর গোশত নিষিদ্ধ নয়। গত সপ্তাহের ওই ল্যাব প্রতিবেদন আসার পরই আবারো উত্তেজিত হয়ে ওঠে উগ্র হিন্দুত্ববাদীরা। নতুন এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এখন উল্টো আখলাক পরিবারের বিরুদ্ধে গরু জবাইয়ের মামলা করার দাবি তুলেছে তারা। এ নিয়েই শুরু হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। এরই ধারাবাহিকতায় সোমবার সভা থেকে প্রশাসনকে হুমকি দিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় নেতা সঞ্জয় রানা বলেন, আমরা ২০ দিন সময় দিচ্ছি। এরমধ্যে উপযুক্ত ব্যবস্থা না নেয়া হলে জনগণের ক্রোধ নিয়ন্ত্রণের দায় আমরা নেব না। আখলাক হত্যাকা-ে অভিযুক্ত এই বিজেপি নেতার ছেলেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। যদিও দাদরিতে কোনো ধরনের সাম্প্রদায়িকতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে থেকে। তবে ওই এলাকায় উত্তেজনা নেই এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে বলে দাবি করেছেন সঞ্জয় রানা। অন্যদিকে নিহত আখলাকের ভাই জান মোহাম্মদ বলেছেন, আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। শুধু চাই সত্যিটা সামনে আসুক। আমরা এলাকায় শান্তি চাই। এনডিটিভি, কে-২৪ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আখলাক হত্যা : আবারও উত্তপ্ত হয়ে উঠছে দাদরি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ