Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নিউইয়র্কে মোহাম্মদ আলীর নামে সড়ক

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর নামে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি সড়কের নামকরণ করা হয়েছে। গত মঙ্গলবার মেডিসন স্কয়ার গার্ডেনের ওয়েস্ট থার্টি থার্ড স্ট্রিটকে অস্থায়ীভাবে মোহাম্মদ আলী ওয়ে হিসেবে ঘোষণা দেন নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিয়ো। সর্বকালের সেরা খ্যাত ক্রীড়াবিদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ নেয়া হয় বলে জানান তিনি। এটি আলীর জন্য নিউইয়র্কের জনগণের শ্রদ্ধার নিদর্শন বলেন ব্লাসিয়ো। ১৯৮১ সালে পেশাদার বক্সিং থেকে অবসর নেওয়ার আগে ৬১টি লড়াইয়ের মধ্যে ৫৬টিতে জেতেন আলি। এর মধ্যে ৩৭টি লড়াইয়ে প্রতিপক্ষকে নকআউট করেছেন তিনি। নিজে একবারও নকআউট হননি। মেডিসন স্কয়ারে মোট আটটি লড়াইয়ে অংশ নেন আলী, এর কোনোটিতেই হারেননি তিনি। মেয়র সে কথা স্মরণ করে বলেন, আলি এখানে কখনো পরাজিত হননি। আরিজোনার ফিনিক্সের একটি হাসপাতালে শুক্রবার ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিদায় নেন তিনি। জন্মস্থান কেন্টাকির লুইসভিলে আলীর দাফন অনুষ্ঠিত হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউইয়র্কে মোহাম্মদ আলীর নামে সড়ক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ