গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর পুরানা পল্টন এলাকায় একটি ভবন থেকে পড়ে শাকিলা (১৮) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গৃহকর্তার পরিবার সূত্র জানায়, পুরানা পল্টনের ৫১/৩ জাহান টাওয়ারের ষষ্ঠ তলায় পরিবারটিতে গৃহকর্মী হিসেবে থাকতেন শাকিলা। পরিবারের সদস্যরা সিসিটিভি ক্যামেরায় ভবন থেকে লাফ দিতে দেখে সিকিউরিটি গার্ড তাদেরকে ফোন দেন তারা। এর পরপরই নিচে গিয়ে দেখা যায় শাকিলাকে ভ্যানে তোলা হচ্ছে।
তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সোয়া ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।