Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারমাণবিক পরীক্ষা বন্ধে উত্তর কোরিয়ার প্রস্তাব

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি চুক্তি সই এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক সামরিক মহড়া বাতিল করলে পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ করার শর্তসাপেক্ষ প্রস্তাব দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গত শনিবার এ প্রস্তাব দিয়েছেন বলে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে। তিনি বলেছেন, কোরিয়া উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা পরমাণু অস্ত্রের পরীক্ষা বন্ধের প্রস্তাব দিচ্ছি, তবে এর বিনিময়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি করতে হবে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক সামরিক মহড়া বন্ধ করতে হবে। উত্তর কোরিয়ার এ প্রস্তাবের বিষয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা আলোচনার দরজা খোলা রেখেছেন। এছাড়া, পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি এখন উত্তর কোরিয়ার ওপর নির্ভর করছে। গত ৬ জানুয়ারি উত্তর কোরিয়া পরমাণু বোমা পরীক্ষার পর নতুন করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার উত্তেজনা দেখা দিয়েছে। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দুই কোরিয়া যুদ্ধে লিপ্ত ছিল এবং দু’দেশের মধ্যে যুদ্ধ শেষবিরতি হলেও কোনো আনুষ্ঠানিক ঘোষণার মধ্যদিয়ে যুদ্ধ শেষ হয়নি। সে কারণে দু’দেশ কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে বলে ধরে নেয়া হয়। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দুই কোরিয়া যুদ্ধে লিপ্ত ছিল এবং দু’দেশের মধ্যে যুদ্ধ শেষবিরতি হলেও কোনো আনুষ্ঠানিক ঘোষণার মধ্যদিয়ে যুদ্ধ শেষ হয়নি। সে কারণে দু’দেশ কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে বলে ধরে নেয়া হয়। এপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পারমাণবিক পরীক্ষা বন্ধে উত্তর কোরিয়ার প্রস্তাব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ