নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে গুঁড়িয়ে জেতার সঙ্গে প্রথমবারের মতো হতে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও সবার আগে পয়েন্ট নিল অস্ট্রেলিয়া। এজবাস্টন টেস্ট জেতায় নয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে ২৪ পয়েন্ট পায় টিম পেইনের দল। গতপরশু বার্মিংহামে ইংল্যান্ডকে ১৪৬ রানে গুটিয়ে ২৫১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া। এগিয়ে যায় পাঁচ ম্যাচ সিরিজে। সেইসঙ্গে তাদের ঝুলিতে যোগ হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঐতিহ্যের লড়াই অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট দিয়েই শুরু হয়েছে প্রথমবারের মতো হতে যাওয়ায় লিগ ভিত্তিক টেস্ট চ্যাম্পিয়নশিপ। যার ফাইনাল হবে ২০২১ সালে। নিয়ম অনুযায়ী এই সময়ে র্যাঙ্কিংয়ের সেরা নয় দল একে অন্যের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজের জন্য বরাদ্দ ১২০ পয়েন্ট। অর্থাৎ পাঁচ ম্যাচের সিরিজের প্রতিটি টেস্ট জিতলে মিলবে ২৪ পয়েন্ট। এজবাস্টন টেস্ট জেতায় তাই অসিদের খাতায় তাই যোগ হয়েছে ২৪ পয়েন্ট।
দুই টেস্টের সিরিজে প্রতিটি টেস্টের জন্য থাকছে ৬০ পয়েন্ট। ম্যাচ টাই হলে ভাগভাগি হবে পয়েন্ট। ড্র হলে মিলবে এক জয়ের এক তৃতীয়াংশ পয়েন্ট। কাজেই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রতিটি ড্রয়ের জন্য মিলবে ২০ পয়েন্ট, ৫ ম্যাচের বেলায় সেটি ৮ পয়েন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম খেলা ভারতের বিপক্ষে। আগামী নভেম্বরে ভারতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সাকিব আল হাসানের দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।