Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ৭:৩৮ পিএম

গাজীপুরে র‌্যাবের সাথে বন্দুক আশরাফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ি নিহত হয়েছে। র‍্যাব ২এর কর্মকর্তা মহিউদ্দিন জানান, “আশরাফুল চুয়াডাঙ্গা থেকে ফেন্সিডিল নিয়ে ঢাকার মোহাম্মদপুর যাবেন বলে খবর পেয়ে মঙ্গলবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর বাইপাসে চেকপোস্ট বসায় র‌্যাব। কিন্তু আশরাফুল অন্য পথে গাজীপুর চৌরাস্তার দিকে রওনা হন। র‌্যাব গাজীপুর চৌরাস্তায় চেকপোস্ট বসায়। এ সময় একটি গাড়িকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত না মেনে চেকপোস্টের ব্যারিকেড ভেঙ্গে ঢাকা-ময়মনসিংহ রোড ধরে পালাতে চেষ্টা করে।
“র‍্যাব ধাওয়া করলে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আশরাফুল এলাকার প্রত্যক্ষদর্শীদের সামনেই এসপি মহিউদ্দিন ফারুকীকে লক্ষ করে গুলি ছোড়ে। তিনিও পাল্টা গুলি ছোড়েন। ঘটনাস্থলেই মাদক ব্যবসায়ী আশরাফুল মারা যান।”

ঘটনাস্থল থেকে একটি রিভলবার, চারটি গুলি, একটি প্রাইভেট কার ও ১০০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ