গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসাধীন অবস্থায় আরো এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে মারা যান মনোয়ারা বেগম (৭৫) নামের ওই নারী। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলেন ১৫ জন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা বেগম নামের এক নারী মারা গেছেন। তিনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
মনোয়ারার নাতি সিহাব বলেন, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর হাজিগঞ্জে। ঢাকার মিরপুর ২ নম্বরের বাসিন্দা তারা। গত ৩ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় মনোয়ারাকে। গতকাল সোমবার তাঁকে আইসিইউতে নেওয়া হয়। আজ মঙ্গলবার ভোরে মারা যান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।