Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক নারীর

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৫২ এএম

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাধনা রানি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাধনা রানি বরগুনা জেলার বেতাগী উপজেলার জোয়ার করুনা গ্রামের বাবুল চন্দ্র হালাদারের স্ত্রী।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাধনা রানি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন। রোববার ভোর সাড়ে ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ নিয়ে শেবাচিম হাসপাতালে চলতি বছরের ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১১ জন রোগীর মৃত্যু হলো। উল্লেখিত সময়ে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে এই হাসপাতালে ২ হাজার ৫১০ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে দুই হাজার ৪৩৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গুতে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ