গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
এডিস মশা নিধনে বিভিন্ন দেশ থেকে কার্যকর ওষুধের নমুনা আনছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় মশা নিধনে গতকাল সোমবার আরও একটি ওষুধের নমুনা আনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ মঙ্গলবার বিকেলে সেই নমুনা ওষুধের কার্যকারীতা নগর ভবনে পরীক্ষা করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন দেশ থেকে এই নতুন ওষুধের নমুনা আনা হয়েছে তা জানাতে পারেননি তিনি।
এর আগে গত শুক্রবার মশা মারতে ভারতীয় এক কম্পানি থেকে নিয়ে আসা নতুন ওষুধ মাঠপর্যায়ে পরীক্ষা চালায় ডিএসসিসি। নগর ভবনের মূল ফটকের সামনে তিনটি খাঁচার প্রতিটিতে ৫০টি করে মশা রেখে এ পরীক্ষা চালানো হয়।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত দেশের হাজার হাজার মানুষ। জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে এই জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ভর্তি হয়েছেন ২৭ হাজার ৪৩৭ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি ৭ হাজার ৬৫৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৭৬১। এরইমধ্যে ডেঙ্গু জ্বরে ৫৩ জন মারা গেছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।