Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে বিজিবি’র সাথে বন্দুক যুদ্ধে ১ ইয়াবা ব্যবসায়ী নিহত

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ৪:০১ পিএম
কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছে। ৫ আগষ্ট ভোর রাতে উখিয়ার ইনানীর রুপপতি প্রাথমিক বিদ্যালয়ের কাছে চোরাচালান অভিযানকালে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে বিজিবি সূত্র জানিয়েছে। 
 
ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ রেজুখাল যৌথ চেকপোষ্ট হতে ০৬ সদস্য বিশিষ্ট একটি চৌকশ টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ১নং জালিয়া পালং ইউনিয়নের রুপপতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে মেরিন ড্রাইভ সড়ক নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। 
 
বিজিবি আরো জানিয়েছে ওই অভিযান পরিচালনাকালে ভোর ৪ টার দিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একজন মোটর সাইকেল আরোহীকে চ্যালেন্জ করলে তারা বিজিবিকে লক্ষকরে গুলি করতে থাকে। আত্মরক্ষার জন্য বিজিবও গুলি করে।
এক পর্যায়ে মোটর সাইকেল আরোহীরাা পালিয়ে গেলে একজনকে গুলিবিদ্ধ পাওয়াযায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির নাম মোঃ আইয়ুব (২২), পিতা-মোহাম্মদ আলী, গ্রাম-মংডু, থানা-মংডু, জেলা-আকিয়াব, মিয়ানমার এবং বর্তমানে কুতুপালং রোহিঙ্গা  শিবির-৭, ব্লক ই-১ এর বাসিন্দা বলে জানা যায়। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ