কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যদের সাথে
বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছে। ৫ আগষ্ট ভোর রাতে উখিয়ার ইনানীর রুপপতি প্রাথমিক বিদ্যালয়ের কাছে চোরাচালান অভিযানকালে এই
বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ রেজুখাল যৌথ চেকপোষ্ট হতে ০৬ সদস্য বিশিষ্ট একটি চৌকশ টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ১নং জালিয়া পালং ইউনিয়নের রুপপতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে মেরিন ড্রাইভ সড়ক নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি আরো জানিয়েছে ওই অভিযান পরিচালনাকালে ভোর ৪ টার দিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একজন মোটর সাইকেল আরোহীকে চ্যালেন্জ করলে তারা বিজিবিকে লক্ষকরে গুলি করতে থাকে। আত্মরক্ষার জন্য বিজিবও গুলি করে।
এক পর্যায়ে মোটর সাইকেল আরোহীরাা পালিয়ে গেলে একজনকে গুলিবিদ্ধ পাওয়াযায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির নাম মোঃ আইয়ুব (২২), পিতা-মোহাম্মদ আলী, গ্রাম-মংডু, থানা-মংডু, জেলা-আকিয়াব, মিয়ানমার এবং বর্তমানে কুতুপালং রোহিঙ্গা শিবির-৭, ব্লক ই-১ এর বাসিন্দা বলে জানা যায়।