প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউড শীর্ষ পাঁচ
১ দ্য লায়ন কিং
২ স্পাইডার-ম্যান : ফার ফ্রম হোম
৩ ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড
৪ টয় স্টোরি ফোর
৫ ক্রল
নেটফ্লিক্সের কমেডি সিরিজে রেসলিং তারকা বিগ শো
ডবিøউডবিøউই তারকা বিগ শো (পল ডনাল্ড উইট) নেটফ্লিক্সের একটি ফ্যামিলি কমেডিতে অভিনয় করবেন। ‘দ্য বিগ বিগ শো’ নামের এই সিরিজে তিনি এক প্রাক্তন ডবিøউডবিøউই তারকার ভূমিকায় অভিনয় করবেন যে একা নিরুপদ্রব জীবনযাপন করে অভ্যস্ত। তার জীবন এলোমেলো করতে তার সঙ্গে থাকতে আসে তার কিশোরী কন্যা, প্রাক্তন স্ত্রী এবং স্ত্রীর পরের স্বামীর দুই কন্যা। আধঘণ্টার সিরিজটিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করবেন অ্যালিসন মান, রেলিন ক্যাস্টার, জুলিয়েট ডনেনফিল্ড এবং লিলি ব্রæক্স। ১০ পর্বের সিরিজটি নির্মিত হবে ডবিøউডবিøউই স্টুডিওর ব্যানারে। জশ বিসেল এবং জেসন বার্জার কাহিনীকার এবং নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। বিগ শো এর আগে সাইফাই চ্যানেলের ‘হ্যাপি!’, ‘ভ্যান হেলসিং’ সিরিজে অভিনয় করেছেন। এছাড়া তিনি আরেক ডবিøউডবিøউই তারকা ডোয়েইন ‘দ্য রক’ জনসনের সঙ্গে ‘ফাইটিং উইথ মাই ফ্যামিলি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ৯ আগস্ট ‘দ্য বিগ বিগ শো’র শুটিং শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।