Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধুত্ব দিবসে ভারতকে অভিনব শুভেচ্ছা ইজরায়েলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ৬:৪৭ পিএম

ফ্রেন্ডশিপ ডে-তে ভারতকে বন্ধুত্বের বার্তা দিল ইজরায়েল। তাও দারুণ অভিনব উপায়ে। ভারতের ইজরায়েলি দূতাবাসের বন্ধুত্বের দিবসের শুভেচ্ছায় উঠে এসেছে ১৯৭৫ সালের বলিউড ব্লকবাস্টার ‘শোলে’-র জনপ্রিয় গান।

টুইটে লেখা হয়েছে, ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ইন্ডিয়া! আমাদের ক্রমবর্ধমান বন্ধুত্ব ও পার্টনারশিপ শীর্ষ উচ্চতায় পৌঁছোক এই আশা করি।’ এর পরেই হিন্দিতে লেখা রয়েছে ‘ইয়ে দোস্তি হাম নহি তোড়েঙ্গে।’ শোলে-তে অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর কালজয়ী বন্ধুত্বের গানটিই এই বিশেষ দিনে ব্যবহার করেছে ইজরায়েল। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর পরস্পর করমর্দন-সহ নানা ছবির মন্তাজও টুইট করেছে ইজরায়েলি দূতাবাস।

জবাবে হিব্রু ভাষায় টুইট করে পালটা শুভেচ্ছা জানান মোদিও। তিনি লেখেন, ‘ধন্যবাদ এবং ফ্রেন্ডশিপ ডে-তে ইজরায়েলের দুর্দান্ত নাগরিকদের এবং আমার ভালো বন্ধু নেতানইয়াহুকে শুভেচ্ছা। ভারত ও ইজরায়েলের সম্পর্ক মজবুত। আগামী দিনেও এই দুই দেশের বন্ধুত্ব আরও এগিয়ে যাক এই কামনা করি।’

মোদি নেতানিয়াহু বন্ধুত্ব দীর্ঘদিনের। যা ধরা পড়ে সেই দেশের নির্বাচনের আগে। জুলাইতে তেল আবিবে দেখা গিয়েছে ভোটের প্রচারে ব্যবহার করা হয়েছে প্রধানমন্ত্রী মোদি ও ইজরায়েলের প্রধানমন্ত্রীর করমর্দন অবস্থার একটি ব্যানার। ইজরায়েলের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হওয়ায় সেপ্টেম্বরে ফের সেদেশে হবে নির্বাচন। তার মাত্র আট দিন আগেই ভারত সফরে আসার কথা নেতানিয়াহুর।

দু’দেশের রাষ্ট্র নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় এই প্রথম নয়। মাস কয়েক আগে দ্বিতীয়বার ক্ষমতায় আসার সময় মোদিকে প্রথম শুভেচ্ছা জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ২০১৯-এর মে মাসে ৩০৩ আসন নিয়ে ভারতের একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে ক্ষমতায় আসে বিজেপি। পাশাপাশি, মোদি নেতানিয়াহু বন্ধুত্ব বিগত কয়েক বছরের। ২০১৭ সালে ভারতীয় প্রধানমন্ত্রীর ইজরায়েল সফরকালে তাদের দু’জনকে সমুদ্র সৈকতেও সময় কাটাতে দেখা গিয়েছে। যা বেশ জনপ্রিয় হয়েছিল।

২০১৪ সালের পর থেকে ভারত ইজরায়েলের সম্পর্ক আরও মজবুত হয়। ২৫ বছরের শৈত্য ভেঙে ২০১৭ সালে ভারত ইজরায়েল ৪২.৩ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক সমঝোতায় সাক্ষর করে। সেই সম্পর্কের উষ্ণতা ধরা পড়ল বন্ধুত্ব দিবসের শুভেচ্ছাতেই। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-ইজরায়েল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ