Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে পিকআপ চালক হত্যা

গ্রেফতার ৩

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

বরিশালে পিকআপ চালক মো. উজ্জল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তসহ ৩ জনকে গ্রেফতার করেছে বিএমপির
বিমান বন্দর থানা পুলিশ। গ্রেফারকৃতরা এ হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন বিমান বন্দর থানার ওসি।

শুক্রবার সন্ধ্যার পরে নগরীর কাশীপুর এলাকায় নির্মাণাধীন ট্রাক টার্মিনালের অভ্যন্তরে ছন বাগানের বালুর নিচ থেকে পিকআপ চালক মো. উজ্জলের (২৪) গলাকাটা লাশ উদ্ধারের পরে রাতেই বিভিন্ন স্থানে অভিযানে নামে পুলিশ। রাতের মধ্যেই বিমান বন্দর থানা পুলিশ এ ঘটনায় ৩ জনকে আটক করে। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি। বিষয়টি নিয়ে আজ সকালে পুলিশ কমিশনার প্রেস ব্রিফিং করবেন বলে বিমান বন্দর থানার ওসি জানিয়েছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে পিকআপের কাজ করার কথা বলে বাসা থেকে বেরিয়ে সারাদিন ঘরে ফেরেনি উজ্জল। রাত ৯টার দিকে মা পারভিন বেগমের সাথে সর্বশেষ কথা হয়। অল্প সময়ের মধ্যেই বাসায় ফেরার কথা জানায় উজ্জল। কিন্তু এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় রাত ১০টার দিকে পারভিন বেগম পুনরায় উজ্জলের সেল ফোনে কল করলেও তা বন্ধ পান।

শুক্রবার দুপুর পর্যন্ত ছেলের কোন খোঁজ না পেয়ে সবাইকে বিষয়টি জানান। নিজেরাও খুঁজতে বের হন। এক পর্যায়ে ট্রাক টার্মিনালের নির্মাণাধীন ভবনে উজ্জলের একটি সেন্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। এরপরে পুরো টার্মিনাল এলাকাটি তন্ন তন্ন করে খুঁজতে থাকেন সবাই। সন্ধ্যার পরে টার্মিনালের ভড়াটকৃত জমির ছোন বাগানের মধ্যে বালু এলোমেলো দেখে সবার সন্দেহ হয়। তখন সেখানের কিছু বালু সড়াতেই উজ্জলের একটি হাত বেরিয়ে আসে। দ্রুত পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে একটি কাথায় মোড়ানো অবস্থায় উজ্জলের গলাকাটা লাশ বালুর নিচ থেকে উদ্ধার করে।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে রাতেই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। গতকাল ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে উজ্জলের লাশ হস্তান্তর করা হয়েছে। এ পৈশাচিক হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত উজ্জল নগরীর গড়িয়ার পাড় এলাকার গোলাম মোস্তফার ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ